একটি শিক্ষনীয় গল্প সবাই মনোযোগ দিয়ে পড়বেন আশা করি
এতে তার স্ত্রী খুব নিরাশ হয়ে পড়ল। কিন্তু লোকটি তখনও নীরব এবং শান্ত ছিলেন যেন কিছুই ঘটেনি।
এটাই আমাদের জীবনের শেষ মুহূর্ত হতে পারে! শুধ
লোকটি হাসতে হাসতে তার তলোয়ারটি খোলস থেকে বের করল। স্ত্রীটি আরো আতঙ্কিত হয়ে পড়ল। সে আসলে কি করতে যাচ্ছে? তারপর সে তার খোলা তলোয়ারটি তার স্ত্রীর প্রায় গলাকে স্পর্শ করে ধরে রাখল এবং বলল– “তুমি কি ভয় পাচ্ছ?”
তার স্ত্রী হাসতে শুরু করল আর বলল– “আমি কেন ভয় পাব? তলোয়ারটি তো আপনার হাতে! আমি জানি যে আপনি আমাকে অনেক ভালোবাসেন।
আমি জানি আল্লাহ আমাদের ভালবাসেন এবং ঝড় তারই হাতে। তাই যাহা কিছুই হতে যাচ্ছে ভালোই হবে। যদি আমরা বেঁচে থাকি ভালো,আর না বাচলেও ভালো। কারণ সবকিছু তার হাতে এবং তিনি কোন ভুল কিছু করতে পারেন না।
তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন।
Recent Comments