কথা হজম করতে শিখুন। এইটা অনেক বড় গুণ।
কথা হজম করতে শিখুন। এইটা অনেক বড় গুণ। আপনাকে জীবনে জিততে সহায়তা করবে।
১. কখনও তর্কে জিততে যাবেন না। এটা সময়ের অপচয়।
২. আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশী হয় সে জিতে গেছে ভেবে। আপনি একটু হাসুন।
৩. মনে রাখবেন, কখনও কখনও জিততে হলে হারতে হবে। আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে।
৪. হারতে শিখুন। সব জায়গায় জিততে নেই। এটা বোকামি।
৫. মনে রাখবেন, কথায় কাজ হবে না। তাই কাজ শুরু করুন নিরবে। আপনার কাজই কথা বলবে।
৬. আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ দিন। নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।
৭. আপনি অনেক কিছু পারেন। কি দরকার বলে বেড়ানোর। কাজ করুন। যার প্রয়োজন সে আপনাকে এমনেতেই খুজে বের করবে।
৮. মনে রাখবেন, চিতা বাঘ কখনও কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না। কুকুরদের জিততে দিন। আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন।
নিজের কষ্টের কথা কাউকে বলতে নেই, কারণ পরিশেষে তা উপহাস হয়ে দাঁড়ায়।
- বদলা নিতে গিয়ে ভুল কাজটা করা একদমই ঠিক নয়, বদলে যাওয়াটাই উত্তম।
- সঠিক পথ খুঁজে পাওয়ার জন্য নিজেকে শক্ত করে গড়ে তুলতে হয় কেননা পরিশ্রম কখনো বৃথা যায় না।
- কেউ ভুল থেকে শিক্ষা অর্জন করে কেউবা ভুলেই ডুবে যায় তবে শ্রমের মূল্য তুমি পাবেই, যেভাবেই কাজে লাগাও।
- সমাজে নিজের ক্ষমতায় মাথা উঁচু করাটা একদমই বোকামি, কারণ যোগ্যরা কখনো বঞ্চিত হয়না সময়ের ঘুরপাকে তারাও উঠে দাড়াবে নিজের যোগ্যতায় ।
- নিজেকে গড়তে শিখো তবে ভুলে নয়, ভালো করে।
- অন্যের উপকারে এসো ক্ষতিকর তো ভাইরাসই হয় আর তারা সব সময়ই অভিশপ্ত।
- জ্ঞান দেওয়ার মতো অনেক মানুষই আছে যারা নিজের জ্ঞান নিজের কাজের ব্যবহার করতে জানে না, তুমি আমি এমন অনেকেই এমন রোগে আক্রান্ত, নিজের মতো করে অন্যকে ব্যাখ্যা করে থাকি, ভালোটা এড়িয়ে চলি যার ফলে দুঃখ বেড়েই চলে আর কপালের দোষ দিয়ে থাকি।
- দুঃখ মানুষকে না আল্লাহ কে জানাও, নামাজের স্থানটি সবচেয়ে বড় আদালত।
- হেদায়েত করার ক্ষমতা একমাত্র আল্লাহরই চেষ্টাটা আমাদেরই হতে হবে। আল্লাহ আমাকে, আপনাকে এবং সবাইকে হেদায়েত দান করুক আমিন ।
Recent Comments