লোক দেখানো লজিক
যেই সোফায় মেহমান ৩৬৫ দিনে ১০ দিন বসবে, সেই সোফার পেছনে আমরা ৫০ হাজার কিংবা ৫ লাখ খরচ করে ফেলি। কিন্তু যেই চেয়ারে ৩৬৫ দিনের প্রতিটা দিন ৮ ঘন্টা করে বসে কোমর ব্যাথা করে ফেলি, সেটার পেছনে খরচ করাটাকে অপচয় মনে হয়।
মাসে একদিন মেহমান আসবে জন্য ১৫ হাজার টাকার ডিনার সেট। কিন্তু ৩৬৫টা দিন তিনবেলা পানি খাওয়ার জন্য দোকান থেকে কেনা জুসের রিসাইকেল্ড বোতল।
ডিসেম্বরে বিয়ের জন্য ৫ হাজার টাকার পারফিউম গায়ে লাগাতে হবে। কিন্তু, বাকি বারোটা মাস নিজের রুমটা গিদরের মত করে রাখি।
নিজের পয়সা দিয়ে পমানুষ দেখবে জন্য ১০ হাজার টাকার কাপড়, তাও আবার একবার পরার জন্য। কিন্তু মাসের পর মাস ২৪টা ঘন্টা পরে থাকার জন্য ঘরের ছেঁড়া প্যান্টের দাম ৭০০টাকা।
মানুষের জন্য করেন ঠিকাছে। মানুষের জন্য কিছু করা ভালো। কিন্তু আয়নার মানুষটিকেও ভালোভাসেন সমানভাবে।
বিয়ের অনুষ্ঠানে রাজা হইতে গিয়ে বেডরুমে কেন কাঙ্গাল হওয়া লাগবে?
Recent Comments